চলতি মাসে নিম্নচাপের সম্ভাবনা
চলতি (অক্টোবর) মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়সহ রূপ নিতে পারে। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। চলতি (অক্টোবর) মাসে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনমাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। তবে নদ ও নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে।
কৃষি আবহাওয়ায় বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৪ মিমি. এবং গড় সূর্য কিরণকাল ৬ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ২৫ ঘণ্টা থাকতে পারে। রোপা আমনে ফুল অবস্থায় পানির অভাব দেখা দিলে সম্পুরক সেচ প্রদান করার প্রয়োজন হবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, নভেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া ক্রমান্বয়ে হ্রাস পাবে রাতের তাপমাত্রা।
ডিসেম্বরেরর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সে সময়ে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ