বিশ্ব শিক্ষক দিবস আজ
আজ ৫ অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১০০ দেশে এ দিবসটি উদযাপিত হবে। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ডাকে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা। তবে এ বছর সরকারিভাবে কর্মসূচি হাতে নেয়া হয়নি।
বিশ্ব শিক্ষক দিবস ২০১৫ জাতীয় উদযাপন কমিটি সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোভাযাত্রার আয়োজন করেছে। এরপর দুপুর ১২টায় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ঢাকা রিপোটার্স ইউনিটিতে সকাল ১১টায় ‘সমাজ বদলে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ