ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজামীর রায় নিয়ে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না

প্রকাশিত: ০৯:২১ এএম, ২৮ অক্টোবর ২০১৪

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা যে কোনো মূল্যে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মতিউর রহমান নিজামীর রায় সম্ভবত আগামীকাল (বুধবার) হতে যাচ্ছে। রায় কী হবে তা আদালত জানেন। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। তবে বাংলাদেশের জনগণ চায়- এ ধরনের লোকের কঠিন শাস্তি হোক।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে কাউকে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ চেষ্টা করলে যে কোনো মূল্যে তা দমনের ব্যবস্থা নেবো।

তিনি বলেন, এ রায় নতুন নয়। এর আগেও এ ধরনের রায় হয়েছে। যখন এ ধরনের রায় আসে, তখন আইনশৃঙ্খলাবাহিনীর সব ধরনের প্রস্তুতি থাকে।