ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আম্মু দোয়া করো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৪ অক্টোবর ২০১৫

‘আম্মু দোয়া করো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি’। রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে শাহবাগ থানার অদূরে দাঁড়িয়ে উচ্ছ্বাস ভরা কণ্ঠে মাকে মোবাইল ফোনে এ খবরটি জানাচ্ছিলেন মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সাজিয়া আক্তার মাইফুল।

হাতে তার সুন্দর একটি ফুলের তোড়া। পাশে দাঁড়ানো এক শিক্ষার্থীকে অভিনয় করে দেখাচ্ছিলেন, সাক্ষাৎ পেলে কিভাবে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়াটি তুলে দেবেন। কথা বলার সুযোগ পেলে কি কি বলবেন সেটাও অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিচ্ছিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মাইফুল জানান, তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেধাতালিকায় তার সিরিয়াল ১৪ হাজারেরও ওপরে।

তবে প্রশ্নপত্র ফাঁস না হলে মেধার সিরিয়ালে অনেক আগে থাকতেন বলে দাবি করেন তিনি।

মাইফুল জানান, কিছুক্ষণ আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ডেকে প্রস্তুুতি নিতে বলেছেন। প্রধানমন্ত্রীর হাতে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা পুনঃগ্রহণের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে তারা সাত সদস্যের প্রতিনিধি দল যাচ্ছেন। প্রতিনিধিদলে ৫ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক রয়েছেন।

স্মারকলিপি প্রদানে ফুলের তোড়া কেন জানতে চাইলে মাইফুল জানান, প্রধানমন্ত্রীর জন্য শিক্ষার্থীরা এ ফুলের তোড়া কিনেছেন। সিদ্ধান্ত হয়েছে তিনি আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেবেন। সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিস্তারিত বলবেন বলেও জানান।

দুপুর দেড়টার আগে মাইফুল বাসায় মোবাইল করে মায়ের কাছে দোয়া চাইলেও পরবর্তীতে ঘণ্টাখানেকের মধ্যেও রওনা হতে পারেননি। পুলিশের সাথে আন্দোলনকারীদের আলাপ-আলোচনা ফলপ্রসূ না হওয়ায় স্মারকলিপি দেয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরে গেলে গাড়িতে করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে নিয়ে যাবেন বললেও আন্দোলনকারীরা রাজি না হওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়।

পরবর্তীতে আন্দোলনকারীদের রাস্তায় অবস্থান করতে দিয়ে দুপুর ২টা ৩৫ মিনিটে পুলিশ ভ্যানে প্রতিনিধিদলের সাত সদস্যকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুর সোয়া ৩টায় মাইফুলের সঙ্গে যোগাযোগ করলে এ প্রতিবেদককে ওই শিক্ষার্থী এ প্রতিবেদককে জানান, তারা প্রধানমন্ত্রীর দেখা পাননি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে তারা অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে না। তিনি কার্যালয়ে নেই, গণভবনে আছেন। এ কথা শুনে হতাশ হন মাইফুল।

# মেডিকেল কোচিং সেন্টার বন্ধ করা হবে : নাসিম
# প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
# প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাচ্ছে শিক্ষার্থীরা
# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!
# আসলেই কি ফাঁস হয়েছে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র!
# মেডিকেলের প্রশ্ন ফাঁস : ফেসবুকের তথ্য ঘাঁটছে গোয়েন্দারা
# মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪
# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর
# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন


এমইউ/এসএইচএস/একে/আরআইপি