প্রধানমন্ত্রীর পিএস হলেন সালাহ উদ্দিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-১ নিয়োগ পেয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নিয়োগ দেয়া হলো।
প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মোহাম্মদ সালাহ উদ্দিনকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
অপর আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জুবাইদা নাসরিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
আরএমএম/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন: শেহবাজ শরিফকে ড. ইউনূস
- ২ গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, খেলনা পিস্তল ঠেকান ম্যানেজারকে
- ৩ উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল
- ৪ ডাকাতদের বয়স ২১-৩০, এখনো বের হননি জিম্মি ব্যাংক কর্মকর্তারা
- ৫ হজযাত্রী সমন্বয় ও লিড এজেন্সি নির্ধারণের সময় বেঁধে দিল মন্ত্রণালয়