ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিটি নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। গত ২২ ডিসেম্বর এ দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকার দুই সিটিতে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই হাজার ২৬০ প্রার্থী। এর মধ্যে এক হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ৪৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তবে মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত বাতিলদের মধ্যে ২৬ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

পিডি/এএইচ/পিআর