ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেনমার্ক সফরে শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৩ অক্টোবর ২০১৫

ডেনিস সরকারের আমন্ত্রণে ডেনমার্ক গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার যুক্তরাষ্ট্র সফর শেষে ডেনমার্ক যান তিনি।

ডেনমার্কে সফরকালে আন্তর্জাতিকমানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী। এছাড়া তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন, সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটির প্রধান চারলট স্লেন্ট এর সাঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন।

সফরকালে শিল্পমন্ত্রী ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো-এর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রীর।

এসআই/একে/আরআইপি