ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খিলগাঁওয়ে বগিবিহীন ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২০

রাজধানীর খিলগাঁওয়ে বগিবিহীন একটি রেলওয়ে ইঞ্জিন (শান্টিং ইঞ্জিন) লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইঞ্জিনটি শাহজাহানপুর থেকে কমলাপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে দাবি রেলওয়ে পুলিশের।

r

কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর্জা মোহাম্মদ মুক্তা জাগো নিউজকে বলেন, রাত ১১টার দি‌কে এক‌টি শান্টিং ই‌ঞ্জিন ওয়ার্কশপ থে‌কে বের হ‌য়ে খিলগাঁও রেল‌গেট থে‌কে ঘু‌রে কমলাপু‌রের দি‌কে আস‌তেই লাইনচ্যুত হয়ে পড়ে।

r

তিনি বলেন, কিছুক্ষণ ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকলেও দ্রুত ইঞ্জিনটি সরিয়ে নেয়া হয়েছে। এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসু‌বিধা হয়‌নি। এখন সব ট্রেন চলাচল স্বাভা‌বিক আ‌ছে। কেউ আহত হয়নি। লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেইউ/বিএ