ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে- পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাসুদ বিন মোমেন সদ্যসাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেন তিনি।

এর আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই দক্ষ কূটনীতিক। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়।

শহীদুল হক প্রায় ৭ বছর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ৩০ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ কর্মদিবস কাটান। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনের বেশির ভাগ সময় আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন শহীদুল হক।

জেপি/এইচএ/পিআর