অস্ট্রেলিয়ার সফর বাতিলে মা-ছেলে ও ডক্টর দায়ী
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এবং ড. ইউনূসকে দায়ী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগন, সাতপাড়া ও শান্তিপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে তারাগন খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া ও তারেক রহমান এবং ডক্টর ইউনূসের প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের পেছনে মা-ছেলে ও একজন ডক্টরের গভীর ষড়ন্ত্র রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, বিশ্বের অনেক ভালো-ভালো ক্রিকেট দলকে বাংলাদেশ পরাজিত করেছে। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন বাংলাদেশ সফরে আসবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ বিরোধীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার সফরের আগ মুহূর্তে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় খবর পাঠানো হয়েছে তোমরা বাংলাদেশে আসলে তোমাদের মেরে ফেলা হবে। এ জন্য নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সফর বাতিল করেছে।
তারাগন গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়ারিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর