ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি বাস্তবায়নের দাবি

প্রকাশিত: ০৬:১১ এএম, ০২ অক্টোবর ২০১৫

আসন্ন দুর্গাপূজায় সরকারি ছুটি পূর্ব ঘোষিত ২৩ অক্টোবর শুক্রবারের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার ঘোষণা করা এবং এ বছর থেকেই দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়  হিন্দু যুব মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে একদিনের ছুটি থাকায় কারো পক্ষেই পরিবার পরিজনের সাথে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ ও উৎসব আনান্দ উপভোগ করার সুযোগ থাকে না।

তারা বলেন, এ বছর বিজয়া দশমী ২২ অক্টোবর বৃহস্পতিবার হলেও সরকার ছুটি ঘোষিত হয়েছে ২৩ অক্টোবর শুক্রবার যা হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনার বিষয়।

পাশাপাশি সারা দেশের দুর্গা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধানেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

সংগঠনের সভাপতি সুমন কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি দেবাশীস সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দে, প্রধান সমন্বয়কারী পংকজ হালদার,সহ সভাপতি গোবিন্দ চৌধুরী প্রমুখ।

আএসএস/এসকেডি/এমএস