ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রকাশিত: ০৪:২২ এএম, ০২ অক্টোবর ২০১৫

যুক্তরাজ্যর পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়্যার তিন দিনের সফরে ঢাকা আসার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকা আসার কথা ছিল তার।  ব্রিটিশ হাইকমিশন হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, নতুন করে যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে।
 
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়্যার দায়িত্ব নেয়ার পর শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল তার।

এছাড়া সফরকালে ব্রিটিশ উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করার কথা ছিল ব্রিটিশ মন্ত্রীর। কিন্তু সফরের দুই দিন আগে এই সফর স্থগিত করা হয়েছে।

এদিকে, ঢাকা ইতালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষাপটে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতার নির্দেশনা আবারো হালনাগাদ করেছে ব্রিটেন। এছাড়া ওই হত্যার ঘটনায় দেশটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এসকেডি/এমএস