দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর
দেশের শিক্ষাখাতে উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সমন্বয় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে। তবে শিক্ষাখাতে অব্যাহত অগ্রযাত্রা ধরে রাখার জন্য অত্যাবশ্যক প্রকল্পের জন্য অর্থের অভাব হবে না।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের ৫২টি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে ১৭টি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অবশিষ্ট ৩৫টি প্রকল্প অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানোর জন্য বৈঠকে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে এসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সভায় বাস্তবায়নাধীন বিভন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি প্রদান, অমিমাংসিত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, শূণ্যপদে নিয়োগ, প্রশ্নপত্র প্রণয়নে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরাসহ সুষ্ঠুভাবে বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনার আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মন্ত্রী দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষা পরিবারের টিমস্পিরিট বজায় রাখার জন্য কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, সরকারের নানা পদক্ষেপের ফলে সারাদেশে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ক্লাসরুমের সমস্যা দেখা দিয়েছে, একইভাবে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের ফলেও নানা সমস্যা দেখা দিয়েছে, এসব সমস্যা উন্নয়নের সমস্যা, এসব সমস্যাকে নেতিবাচকভাবে না দেখে টিমস্পিরিট নিয়ে মোকাবেলা করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইং, অধিশাখা, শাখা ও দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পাল বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এসব বই আগামী ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব, বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রকল্প পরিচালকরা ।
এসএ/জেডএইচ/পিআর