ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিনার ঘটনায় নিখোঁজ দীন ইসলাম

প্রকাশিত: ১০:১২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে গত ২৪ সেপ্টেম্বর মিনায় মর্মান্তিক দুর্ঘটনায় মুহাম্মদ দীন ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।

দীন ইসলামের ছোট ভাইয়ের ছেলে রাজিব আহমেদ জানান, মিনায় মর্মান্তিক ঘটনার পর থেকে চাচার সঙ্গে কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি।

দীন ইসলাম এবং তার স্ত্রী ক্লাব ট্র্যাভেলস সার্ভিসের মাধ্যমে হজ পালনের উদ্দেশে সৌদি যান। তার পাসপোর্ট নম্বর ০৩১৩০৬৩, মোয়াল্লেম নম্বর ৯৮, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

রাজিব আহমেদ জানান, চাচার সঙ্গে সবশেষ কথা হয় তার ছেলে আমজাদ হোসেনের সঙ্গে। কথা বলার সময় তিনি জানান, একটু পর আমি আর তোর মা পাথর ছুড়তে যাবো। আমাদের জন্য দোয়া করিস।

এরপর আর কোনও ধরনের যোগাযোগ হয়নি দীন ইসলামের সঙ্গে। তবে তার স্ত্রীর সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ চলছে। তিনি সুস্থ আছেন বলেও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

নিখোঁজের বিষয়ে সৌদির হটলাইনগুলোতে যোগাযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরিবারের পক্ষ থেকে বলা হয়, হটলাইনগুলোতে অনেক চেষ্টা করেও কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পারিবারিক বন্ধুদের মাধ্যমে ওখানকার হাসপাতালগুলোতে খোঁজ চালানোর চেষ্টা চলছে বলেও তারা জানান। যদি দীন ইসলামের কোনও সন্ধান কেউ পেয়ে থাকে তাহলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০৫৩০৭৯৬৯৩২, ০০৯৬৫৯৯৮৭৬৩৫৩, ০০৮৮০১৯২৪৩০৩৪৬৬, ০০৮৮০১৮৪৩০৫১৬৫৮)।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। সৌদি আরবে থাকা বাংলাদেশি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, এখনও ৫২ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন।

এআরএস/আরআইপি