ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০১৪

বাল্যবিবাহ বন্ধ ও নারীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশের পদক্ষেপগুলো দেখার উদ্দেশ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী লিন ফেদারস্টন বাংলাদেশে এসেছেন।  রোববার বিকেলে তিনি ঢাকা এসে পৌঁছেছেন।

গত জুলাই মাসে লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকার যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল, তারই ধারাবাহিকতায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।

এছাড়াও তিনি দেখতে চান কীভাবে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় বাল্যবিবাহ রোধ করা হচ্ছে।

ঢাকায় এসেই লিন বলেন, বাল্যবিবাহ বন্ধ ও নারীর প্রতি সহিংসা রোধে কী ধরনের কাজ করা হচ্ছে, সেটা দেখতেই এখানে আসা। গার্ল সামিটে এ সম্পর্কে যে অঙ্গীকার করা হয়েছে তার সঙ্গে সকলকে সম্পৃক্ত হতে আমি উৎসাহ জানাই।