ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চেনা রূপে ফিরছে রাজধানী

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো ব্যস্ত হতে শুরু করেছে রাজধানী। ঢাকা অভিমুখে রোববার থেকে শুরু হওয়া মানুষের স্রোত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাজধানীর সদরঘাট, সায়েদাবাস, কমলাপুর ও গাবতলী ঘুরে এরকম চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো যেন সমানতালেই ফিরছেন রাজধানীতে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে হাসিমুখেই ঢাকায় ফিরছেন তারা।

বরিশাল থেকে সদরঘাট হয়ে ঢাকা ফেরা যাত্রী রোকসানা মিতা এই প্রতিবেদককে জানান, শশুর বাড়ির লোকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভগি শেষে স্বামীকে নিয়ে ঢাকায় ফিরছি। যাত্রা পথে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

এদিকে, গত রোববার থেকে সরকারি অফিস শুরু হলেও অতিরিক্ত ছুটি নেয়ায় অনেকেই যথাসময়ে কর্মস্থলে হাজির হননি। তাই ক্রমান্বয়েই ঢাকায় ফিরছেন তারা।

এছাড়া দিন যতই গড়াচ্ছে, মানুষের চাপ ততই বাড়ছে রাজধানী ঢাকাতে। সংশ্লিষ্টরা মনে করছেন চলতি সপ্তাহেই যানজটপূর্ণ সেই চিরচেনা রূপ ধারণ করবে এই ব্যস্ত নগরটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ ঘাট ও গাবতলী বাস টার্মিনাল হয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। ঈদের আগে যে গতিতে মানুষ ঢাকা ত্যাগ করেছিলেন ফিরছেনও প্রায় সমান গতিতেই।

রাজশাহী থেকে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরেছেন মোজাহিদ। তিনি জানান, জীবিকার তাগিদেই দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে। ব্যস্ত এই নগরীতে নানা সমস্যা থাকলেও বিকল্প কোনো পথ না থাকায় রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর ধরে চাকরি করিছি।

এদিকে আজও রাজধানীর রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে রাজধানীর এরকম চিত্র আগামী সপ্তাহে পুরোটাই বদলে যাবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

এমএম/একে/পিআর