ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ বিজ্ঞান জাদুঘরে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

গ্রহ-নক্ষত্রের প্রতি মানুষের অদম্য আগ্রহ রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। বিজ্ঞানের হাত ধরে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে যেমন প্রতিদিনই নতুন করে জানতে পেরেছে মানুষ, তেমনি এ আগ্রহও বেড়েছে প্রতিদিনে।

তারই অংশ হিসেবে টেলিস্কোপের মাধ্যমে বলয়সহ শনি গ্রহ, পৃথিবীর চাঁদ, শুক্র গ্রহ, চারটি চাঁদসহ বৃহস্পতি গ্রহ এবং মহাকাশের কিছু নক্ষত্র ও নেবুলা দেখার সুযোগ করে দিচ্ছে বিজ্ঞান জাদুঘর।

আজ শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৫টা ১১ মিনিট থেকে শুরু করে পরবর্তী এক ঘণ্টা এসব দেখার ব্যবস্থা রাখছে বিজ্ঞান জাদুঘর।

এ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

এনএফ/পিআর