হাসপাতালে ফজলে হাসান আবেদ
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়ার পর বুধবার সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার শারীরিক পরিস্থিতির বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন।
ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে ব্র্যাকের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।
ফজলে হাসান আবেদ সামাজিক ক্ষেত্রে তার অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্বনেতার মধ্যে ফজলে হাসান আবেদের নাম স্থান পেয়েছিল।
এনএফ/পিআর