ওমান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এরশাদ স্মরণীয়
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী।
বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ভ্রাতৃপ্রতিম দুটি দেশের অকৃত্রিম বন্ধুত্ব, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা।
সভা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দুটি দেশের পারস্পারিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। আশা প্রকাশ করে তিনি বলেন, দেশের উন্নয়নে ওমানের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি ওমানে কাজের সুযোগ পাবে। বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু প্রয়াত এইচ এম এরশাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ওমানের রাষ্ট্রদূত।
ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী বলেন, বর্তমানে ওমানে প্রায় সাড়ে ছয় লাখ বাংলাদেশি কর্মরত। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিরা অত্যান্ত সুনামের সঙ্গে কাজ করছেন। ওমানে কর্মরত বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যার দিকে চেয়ে বেশি। ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক বাংলাদেশি ওমানের কাজের সুযোগ পাবেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ উদ দৌলা ও মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
এইউএ/এএইচ/এমএস