ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পালালেন রেস্টুরেন্টের মালিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখে ৩৩৩ হটলাইনে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে অ্যারোমা স্ন্যাকস বার রেস্টুরেন্টে অভিযানে যান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ খবর শুনেই পালিয়ে যান প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে এ ঘটনা ঘটে।

Bar-(2).jpg

বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী বলেন, ৩৩৩ হটলাইনে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে গুলিস্তান এলাকায় ‘অ্যারোমা স্ন্যাকস বার’ এ ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। এ খবর শুনেই পালিয়ে যান প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা। অভিযানকালে মালিক পক্ষ বা ম্যানেজার পর্যায়ের কাউকে খুঁজে না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল।

Bar-(2).jpg

একই দিন আরেকটি অভিযোগের ভিত্তিতে ইসলামপুর এলাকায় ‘শৈলী কনফেকশনারি’ এবং ‘কুসুম কনফেকশনারি’তে অভিযান চালানো হয়। কিন্তু প্রতিষ্ঠান দুটিতে নিরাপদ খাদ্যবিরোধী কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি।

Bar-(2).jpg

এদিকে মগবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। এ সময় ‘ক্যানটন রেস্টুরেন্ট’র রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও কাপড়ে ব্যবহৃত রঙ খাবারে ব্যবহার, ছত্রাকযুক্ত মসলা খাবারে ব্যবহার করতে দেখতে পান ম্যাজিস্ট্রেট। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।

এসআই/জেএইচ/এমএস