ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জঙ্গিদের আত্মসমর্পণের পথ দেখিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে যখনই জঙ্গিবাদের উত্থানের চেষ্টা হয়েছে, তখনই আমরা তাদের নস্যাৎ করে দিয়েছি। দেশের সব আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সন্ত্রাসের বিষয়ে শূন্যসহিষ্ণুতার নীতি বাস্তবায়ন করে চলেছি এবং এখনও করে যাচ্ছি। জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শুধু অভিযান নয়, আমরা বহুমুখী কাজ করছি। বাংলাদেশে আমাদের বহুমুখী তৎপরতার কারণে কিছু ইউনিক ঘটনা ঘটেছে। আটজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। দ্বিতীয় ইউনিক ঘটনাটি ঘটেছে গতকাল আফগানিস্তানে। আমরাই কিন্তু পৃথিবীতে পথ দেখিয়েছি যে, জঙ্গিরা আত্মসমর্পণ করতে পারে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দফতরে হলি আর্টিসান হামলার রায় সামনে রেখে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন র‌্যাব ডিজি। সেখানে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীকাল হলি আর্টিসান মামলার রায় ঘোষিত হবে। আমি মনে করি, আমাদের জন্য এটা একটা মাইলফলক। হলি আর্টিসানের দুঃখজনক ঘটনায়, যে সব নিরীহ সাধারণ মানুষ বিনা কারণে হত্যার শিকার হয়েছেন, আমি নিহত মানুষগুলোর আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

হলি আর্টিসানের ঘটনা দেশ-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা দেশের মানুষের কল্পনার মতো ছিল না। তারপরও এই ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, হলি আর্টিসানের ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত ৮০৯ জনকে গ্রেফতার করেছি। র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে আমি বলতে পারি, জঙ্গিবিরোধী অভিযান থেকে কখনো দৃষ্টি সরাইনি। এমন কোনো সপ্তাহ নেই যে জঙ্গিবিরোধী অভিযান চালাইনি। কোথাও না কোথাও জঙ্গি অপারেশন হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই থেকে আজ পর্যন্ত ২৫ জঙ্গি গোলাগুলিতে নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে, শুধু অভিযান নয়, আমরা বহুমুখী কাজ করছি আপনারা জানেন। আমরা লাখ লাখ বিলবোর্ড-সাইনবোর্ড স্থাপন করেছি লিফলেট, স্টিকার বিতরণ করেছি। জঙ্গিরা যেসব কথাবার্তা বলে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, কোরআনের যে সব আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে উদ্বুদ্ধ করে সে সব কুরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা কি তা জানাতে আমরা কাউন্টার ন্যারেটিভ বের করেছি।

আমরা জঙ্গিবাদবিরোধী অ্যাপস, বিজ্ঞাপন তৈরি করেছে। এসব আমাদের বহুমুখী তৎপরতার অংশ। তবে আত্মতুষ্টির কোনো কারণ নেই কারণ বৈশ্বিকভাবে জঙ্গিবাদ সম্পূর্ণ পরাস্ত হওয়া পর্যন্ত, পৃথিবীতে, এদেশে জঙ্গিবাদের ঝুঁকি থেকেই যাবে।

র‌্যাব ডিজি বলেন, আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ। এদেশের মানুষ মারামারি-খুনোখুনি পছন্দ করে না এবং জঙ্গিবাদ ও আমাদের দেশে পুরোপুরি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ এ দেশের মানুষ এগুলো সমর্থন করে না। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে এবং ক্রমাগতভাবে আমাদের কাজ করে যেতে হবে।

আগামীকাল হলি আর্টিসান হামলা মামলার রায়। যারা অন্যায় করেছে, নিরপরাধ মানুষকে হত্যা, খুন করেছে তাদের সঠিক বিচার হবে বলে আমি মনে করি। দৃষ্টান্তমূলক রায় আসবে। যে সব পরিবার ন্যায়বিচার পাওয়ার উপযোগী তারা সেটা পাবেন বলেও আমি মনে করি। ভবিষ্যতে এ ধরনের অপকর্ম থেকে অপরাধীরা বিরত থাকবেন বলেও আশা করি।

ধারাবাহিক অভিযানের কারণে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে কিন্তু তাদের যা দর্শন সেটাকে ভেঙে দেয়া যায়নি। এক্ষেত্রে কী ধরনের কর্মকৌশল র‌্যাবের রয়েছে জানতে চাইলে র‌্যাব মহাপরিচালক বলেন, এক্ষেত্রে কর্মকৌশল হচ্ছে জনসচেতনতা, ডিরেডিক্যালাইজেশন। রেডিক্যালাইজেশন স্টপ করা। সামাজিক পুনর্বাসন করা, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। এগুলো দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। র‌্যাব কাউন্টার ন্যারেটিভ তৈরির কাজ করছে। যারা জঙ্গিবাদে মোটিভেট হয়েছেন, তাদের সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে ডিমোটিভেট করতে হবে।

রায় সামনে রেখে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হলি আর্টিসান হামলার মামলার ঘটনায় নিম্ন আদালতের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। আগামীকাল রায় সামনে রেখে আজ থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার পর পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। যদি প্রয়োজন মনে করি যে কয়দিন নিরাপত্তা জোরদার রাখা দরকার সে কয়দিনই রাখা হবে। শুধু স্পেশাল অ্যালার্ট না, এর বাইরে সব সময় সতর্ক অবস্থায় থাকে। যাতে জঙ্গিবাদীরা ধ্বংসাত্মক কিছু করতে না পারে। সেজন্য আমরা সবসময় খেয়াল রাখি। আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নে জঙ্গিবিরোধী সেল রয়েছে। আমাদের সেলগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, আমরা কাজে বিশ্বাস করি, আমাদের যেহেতু লেট ডাউন স্ট্র্যাটেজি নেই, অনেক দেশে আছে, কিন্তু আমাদের দেশে নেই। একেবারে যে কিছুই নেই, তা কিন্তু নয়। প্রধানমন্ত্রীর শূন্যসহিষ্ণু নীতি আছে। এটাতো একটা স্ট্র্যাটেজি, ডিক্লেয়ার পলিসি। ব্রিটেনে হয়তো লেট ডাউন পলিসি আছে, আমাদের নেই। কিন্তু তাদের তো কনস্টিটিউশন নেই, আমাদের তো আছে। তার মানে তো ব্রিটেন অচল নয়, আসলে একেক দেশের একেক ধরনের পলিসি। প্রত্যেকটি দেশ ইউনিক। আমার দেশের সংস্কৃতি আমাদের সমাজ আমার অর্থনীতির সব মিলিয়ে হচ্ছে আমার দেশের পলিসি নির্ধারিত হবে। কপি পেস্ট দিয়ে এসব কথা হয় না। যারা এ ধরনের কথাবার্তা বলেন তারা কপি-পেস্ট থেকে বলেন।

আমাদের দেশে এন্টিটেরোরিজম, মানি লন্ডারিং আইন, আইসিটি আইন আছে। সরকারের সুস্পষ্ট ঘোষণার বাইরেও প্রথাগত কৌশল রয়েছে। আমাদের মতো করে কার্যকর পলিসি আমাদের রয়েছে। যেগুলোর মাধ্যমে আমরা প্রচুর সফলতা পেয়েছি। আমাদের কর্মকৌশল আমাদের ফল দিয়েছে। আমাদের যে সমন্বয় নেই তা কিন্তু নয়, আমাদের সমন্বয় রয়েছে। সমন্বয় মেকানিজম রয়েছে।

হলি আর্টিসান হামলার ব্যাপারে র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্যের ঘাটতি ছিল কি না- এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা প্রতি মাসে অনেক ঘটনা অঙ্কুরেই বিনষ্ট করি, কিন্তু সেগুলো সামনে আসে না। আপনি শতভাগ সফল হবেন তা কিন্তু নয়, ১০০ ঘটনার মধ্যে ৯৯টিতে সফল হলো। কিন্তু একটি ঘটনায় সফল হতে পারলো না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যর্থ বলা যায় না। এটা বলা নিষ্ঠুর হবে। আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর। বাংলাদেশের আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট অর্জন ও সফলতা রয়েছে।

জঙ্গি হামলার ঝুঁকি এখনো রয়ে গেছে কি না জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, এটা বাংলাদেশের বিষয় নয়, বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়। বিশ্বের সব দেশের মাধ্যমে জঙ্গিবাদকে সমূলে পরাস্ত ও বিনষ্ট না করা পর্যন্ত জঙ্গিবাদের ঝুঁকি থাকবে। সুতরাং সব দেশের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এক্ষেত্রে পুরোপুরি সচেতন ও সতর্ক।

তিনি আরও বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত মার খাচ্ছে, ধরা পড়ছে। যে কারণে প্রতিনিয়ত তারা কর্মকৌশলও পরিবর্তন করছে। বাংলাদেশে জঙ্গিরা এখন কাজ করছে সেলভিত্তিক। দু-তিনজন মিলে সেল তৈরি করছে। যখনই তাদের সম্পর্কে তথ্য মিলছে গ্রেফতার করা হচ্ছে, নজরদারির আওতায় আনা হচ্ছে। তাদের যা ক্যাপাসিটি আছে, তার চেয়ে বেশি আন্তরিকতা, নিষ্ঠা দায়িত্ব কর্তব্য থেকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে জঙ্গিবাদবিরোধী কাজ করে যাচ্ছে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হলি আর্টিসান মামলার রায়ের সব খবর পড়ুন এক ক্লিকে

জেইউ/এনএফ/এমএস