মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পূর্বাভাস
শীত পড়ছে সারা দেশে। পড়ছে কুয়াশাও। বেশকিছু দিন ধরে ভোরে কুয়াশা পড়ার পূর্বাভাস দিলেও এখন আবহাওয়া অধিদফতর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিচ্ছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার বার্তা আসত। এরপর ১৯ নভেম্বর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়। ২০ ও ২১ নভেম্বর আবার ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার পূর্বাভাস দেয়া হয়।
তবে ২২ নভেম্বর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস দেয়া হয়।
শনিবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার (২৪ নভেম্বর) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
দেশে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকায় ভোর ৬টা ১৯ মিনিটে সূর্য উঠবে এবং সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্য অস্ত যাবে।
পিডি/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
- ২ ১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে নিশান সাফারি গাড়ি জব্দ
- ৩ পুলিশ আগের প্র্যাকটিসে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো
- ৪ এবার অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেফতার
- ৫ সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন