ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালিত

প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‌্যালী, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে সোমবার বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মাহানগর আওয়ামী লীগ এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মিলাদ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এহসানুল হক। মিলাদ ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোমবার বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক আলোচনা সভার আয়োজন করে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘বঙ্গমাতা পরিষদ’ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ‘কৃষি, কৃষক ও কৃষক লীগ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান খান মাকসুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ড. ইনামুল হক, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী অরুনা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী যুবলীগ এক আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছাত্তার মাসুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, মহানগর দক্ষিণ যুব লীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এছাড়াও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী ওলামা লীগ, আওয়ামী প্রচার লীগ, কেন্দ্রীয় শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

বিএ