যুগ্ম-সচিবের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক ও যুগ্মসচিব রণজিৎ চন্দ্র সরকারের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রণজিৎ চন্দ্র সরকারের মৃত্যুতে দেশ একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তাকে হারালো।
প্রয়াত রণজিৎ চন্দ্র সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলমও তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রণজিৎ চন্দ্র সরকার সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে ট্রেনে কাটা পড়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরিচালক হিসেবে গত ২০ সেপ্টেম্বর যোগদান করেন।
## ট্রেনে কাটা পড়ে যুগ্ম-সচিবের মৃত্যু
একে/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক