চীন ঘুরে এলেন হুয়াই সিডস ফর দি ফিউচার বিজয়ীরা
হুয়াই সিডস ফর দি ফিউচার প্রতিযোগিতার বিজয়ীরা চীন থেকে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি শেষে দেশে ফিরেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হুয়াই এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ৯জন বিজয়ী গত ৫ থেকে ১৯ সেপ্টেম্বর চীনে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
চীনে দুই সপ্তাহ অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করেন।
প্রথম সপ্তাহে তারা বেইজিং ল্যাক্সগুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটিতে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীরা শেনজেনে অবস্থিত হুয়াইর প্রধাণ কার্যালয়ে সর্বশেষ আইসিটি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন। এসময় তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন ।
আরএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ