যুক্তরাষ্ট্রে লাকসাম সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ-এর উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জ্যাকসন হাইটসের আল-নিয়ামত রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী পেয়ার আহম্মদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রবিউল হাছান। সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থাসমূহে আলোচনায় সভায় উপস্থিত সদস্যগণ সর্ব্বসম্মতিক্রমে একমত পোষণ করে নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেন।
গত কিছুদিন আগে পত্রিকায় কে বা কারা বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ-এর নামে নতুন একটি কার্যকরী পরিষদের নাম প্রকাশ করে, যার সাথে আদৌ এই সংগঠনের কোনরূপ সম্পর্ক নেই এবং উক্ত প্রকাশিত কমিটির সাথে বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ-এর সকল সদস্যদের কোনো যোগাযোগ ও কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা গেল।
বৃহত্তর লাকসাম সোসাইটির ইউএসএ -একটি প্রতিষ্ঠিত ও সরকারি রেজিস্ট্রিকৃত সংগঠন। যা ২০০৭ সালের ২৯শে মে হাজী পেয়ার আহমেদ কর্তৃক সরকারিভাবে রেজিস্ট্রি করা হয় এবং যার পরিচিতি নাম্বার : ২৬-০২১২২৯১।
ওই সংগঠনের সভাপতি হাজী পেয়ার আহমেদ ও সাধারণ সম্পাদক রবিউল হাসানের নেতৃত্বে কমিটি বলবৎ আছে এবং এর বাইরে কোনো কমিটি সংগঠন অনুমোদন করেন নাই। উক্ত নোটিস প্রকাশের পর বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ নামে কোনো প্রকার অনুমোদনবিহীন কমিটি প্রকাশের অপচেষ্টা করা হলে আমেরিকার প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ -এর উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর সম্পর্কে সকলকে অবগত থাকার জন্য অনুরোধ করা হয় ওই সভায়।
সভায় সর্বসম্মতিক্রমে বৃহত্তর লাকসাম সোসাইটি ইউএসএ ইনক এর একটি সুষ্ঠু কার্যনির্বাহী পরিষদ গঠন করার লক্ষ্যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন-
১। চিত্তরঞ্জন সিংহ - প্রধান নির্বাচন কমিশনার ২। এম কে রহমান মাহমুদ - নির্বাচন কমিশনার ৩। আকতারুজ্জামান - নির্বাচন কমিশনার ৪। শাহ আলম - নির্বাচন কমিশনার ৫। খোরশেদ আলম - নির্বাচন কমিশনার ৬। মোহাম্মদ আলী - নির্বাচন কমিশনার, ৭। আবু তাহের (সাবেক চেয়ারম্যান) - নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনারগণ আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সিংহ, উপদেষ্টা আব্দুল খালেক, উপদেষ্টা আকতারুজ্জামান, উপদেষ্টা আবুল কালাম ভূঁইয়া, উপদেষ্টা শাহ আলম, উপদেষ্টা হোসেন আহমেদ, উপদেষ্টা খোরশেদ আলম, সদস্য মামুনুর রশিদ। সভায় গৃহীত সিদ্ধান্তে উপস্থিত সকলের সাথে সম্মতি প্রকাশ করেন- উপদেষ্টা এম কে রহমান মাহমুদ ও উপদেষ্টা খোদেজা লতিফ রুবী।
এসকেডি/পিআর