মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফেরত মানুষের ভিড়
নিজ নিজ গ্রামের বাড়ির স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এজন্য রাজধানীর মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে সোমবার ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাসের ড্রাইভার ও হেলপাররা জানান এ পথের যাত্রীরা অনেকেই গাজীপুর থেকে শুরু করে বিশ্বরোডে নেমে যায়। তাই প্রকৃত ভিড় লক্ষ্য করা যায় না মহাখালী আন্ত:নগর বাস টার্মিনালে।
ঈদের তিন দিনের ছুটির সঙ্গে যারা বাড়তি ছুটি নেননি তারা রোববারই কর্মস্থলে যোগ দিয়েছেন। শনিবার বিকেল থেকেই তারা রাজধানীতে ফিরতে শুরু করেন। অনেকে রোববার সকালে ঢাকায় ফিরেই অফিসমুখি হয়েছেন। তবে ঈদের পর দ্বিতীয় কর্মদিবসে অফিস আদালতে উপস্থিতি অনেক ছিল।
মহাখালী বাসটার্মিনাল থেকে মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বাস চলাচল করে। এছাড়াও গাজীপুর জেলার অনেক যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন।
ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নেওয়া ছাড়াও ওইসব জেলার ব্যবসায়ী, শিক্ষার্থীরা সোমবার থেকে ফিরতে শুরু করেছেন। এছাড়া সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোতে ঢাকা ফেরত মানুষের চাপ দেখা গেছে। সামনের কয়েকদিন এ চাপ আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শেরপুরের যাত্রী সুমনা আক্তার দুপুরে জাগো নিউজকে জানান, বাড়ি যাওয়ার সময় গাজীপুরে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে তাদের। কিন্তু আসার সময় কোনো যানজট ছিল না। তাই ভালভাবে ফিরতে পেরেছেন।
ঢাকা-ময়মনসিংহগামী এনা এন্টাইপ্রাইজের গাড়িচালক মো. শরিফ জানান, এই রুটের যাত্রীরা গাজীপুর থেকেই নামতে শুরু করেন। তাই মহাখালীতে ভিড় একটু কম।
এইচএস/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ