ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিডিউল বিপর্যয়ে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু

প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ২০মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটির অবতরণ করার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ে আসেনি।

সব কিছু ঠিক থাকলে ডিলে ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টার পরে ঢাকায় এসে পৌঁছতে পারে বলে জাগো নিউজকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খাঁন মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রথম ফিরতি হজ ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের জন্য জেদ্দার অব্যবস্থাপনাই দায়ী।

১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার বিকেলের ফ্লাইটে ৪১০ জন হাজী ফেরার কথা রয়েছে।

আরএম/এআরএস/পিআর