ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাসপোর্টের ফি ও মেয়াদ বাড়ছে

প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

পাসপোর্টের ফি ও মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাসপোর্টের পাতা না বাড়লেও ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। একইসঙ্গে পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হচ্ছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বর্তমানে দেশে দুই ধরনের পাসপোর্ট দেওয়া হয়। এর একটি হলো জরুরি, অন্যটি সাধারণ। প্রতিটি পাসপোর্টের বই ৪৮ পৃষ্ঠার। জরুরি পাসপোর্টের বর্তমান ফি ছয় হাজার টাকা, এর সঙ্গে ভ্যাট দিতে হয় ৯০০ টাকা। সাধারণ পাসপোর্টের ফি এর অর্ধেক। এ ছাড়া যেকোনো ধরনের পরিবর্তন সংশোধনের জন্য ৩০০ টাকা করে ফি দিতে হয়। ফি বাড়ানো হলে সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে তিন হাজার টাকার ফি হবে পাঁচ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করলে হবে ছয় হাজার তিনশ ২৫ টাকা। আর জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ১১ হাজার টাকা দিতে হবে। ভ্যাটসহ তা হবে ১২ হাজার ছয়শ ৫০ টাকা।

এদিকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে আসছিল বাংলাদেশি শ্রমিক রফতানিকারক মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো। কারণ হাতে লেখা পাসপোর্টের সময় বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস থেকেই মেয়াদ শেষে পরবর্তী পাঁচ বছরের জন্য পাসপোর্ট নবায়ন করা যেতো। কিন্তু মেশিন রেডিবল পাসপোর্ট হওয়ায় শুধু ঢাকা থেকেই পাসপোর্ট ছাপানো হয়।

এসএ/আরএস/এমএস