ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জমজমাট উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উন্নয়ন মেলা। ক্রেতা দর্শনার্থী সমাগমের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পণ্য নিয়ে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোও খুশি। বিক্রির পাশাপাশি তারা পাচ্ছেন নতুন কাজের অর্ডারও। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উন্নয়ন মেলা।

রোববার (১৭ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত মেলা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

fair1

রাজশাহীর আশ্রয় এনজিও থেকে আসা মাহবুব আক্তারি বলেন, ‘আমাদের নিজস্ব গার্মেন্ট আছে। সেখানে কাজগুলো তোলা হয়। এবার বেশি সাড়া পাচ্ছি টপস। এটা প্রচুর বিক্রি হইছে। এছাড়া চাদর, কুশন কভার, বেডশিট ছিল সব বিক্রি হয়ে গেছে। পাঞ্জাবি, শার্ট, পর্দা– এগুলোও বিক্রি হচ্ছে।’

অনেক অর্ডার পেয়েছি জানিয়ে তিনি বলেন, ‘কেউ মাল নিয়ে গেছে, কেউ নাম্বার নিচ্ছে পরে যোগাযোগের জন্য। গত কয়েক দিনে বেশ ভালোই সাড়া পেয়েছি। একটা জিনিস দেখলাম যে, মানুষ ব্যতিক্রম কিছু চায়।’

‘প্রচুর লোক হচ্ছে, প্রচুর বিক্রিও হচ্ছে। এত সাড়া পাবো আশা করিনি’ যোগ করেন মাহবুব আক্তারি।

fair1

হাতের কাজের বাটিক শাড়ি, থ্রি-পিস, খাবারের শুকনা আইটেম– এসব শরীয়তপুরের নড়িয়া থেকে আসা রুমার প্রতিষ্ঠানে তৈরি।

রুমা বলেন, ‘মোটামুটি ভালো বিক্রি হয়েছে। অনেকে এখানে অর্ডার দিয়ে গেছে। বেবি ড্রেস অর্ডার দিচ্ছে। সেগুলো তৈরি করে কাল নিয়ে আসবো। আবার কেউ কেউ কার্ড দিয়ে গেছে বাটিকের সাড়ি নেয়ার জন্য। সব মিলিয়ে অনেক অর্ডার পাওয়া গেল, অভিজ্ঞতাও হলো। মানুষ কী চায়।’

তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম মেলা পাঁচদিন হবে, কিন্তু সময় দুদিন বাড়ানো হয়েছে। বেশি সময় পাওয়া গেল। এতে বিক্রিও বেশি হবে। আরও অর্ডারও আসতে পারে।’

পিডি/এএইচ/এমএস