ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পচা বিরিয়ানির দুর্গন্ধে সোহরাওয়ার্দী উদ্যানে টেকা দায়!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠনের জাতীয় সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানটি যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ময়লা ছাড়াও বিরিয়ানি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে উদ্যানজুড়ে।

jagonews24

রোববার (১৭ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উদ্যানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যাগ, পরিত্যক্ত বিরিয়ানি, চিপস, বিস্কুট ও চানাচুরের খালি প্যাকেট। এছাড়া বিভিন্ন নেতাকর্মীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার।

DK Folder

বিশেষ করে সম্মেলনে আসা হাজার হাজার নেতাকর্মীকে দুপুরে যে খাবার ‘বিরিয়ানি’ দেয়া হয়েছিল তা অনেকেই খেতে না পেরে মাঠের বিভিন্ন স্থানে ফেলে দিয়েছেন। এসব বিরিয়ানি পচে উদ্যানজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

গত ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ ও সর্বশেষ ১৬ নভেম্বর (শনিবার) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে সংগঠনগুলো নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

DK Folder

এছাড়া আগামী ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিটি সম্মেলনে রাজধানীসহ সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুটে আসেন। সর্বশেষ গতকাল শনিবার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে কাকডাকা ভোর থেকে বিকেল পর্যন্ত উদ্যানে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করেন। উদ্যানে বসে তারা সকালের নাস্তা ও দুপুরের খাবার খান। তারা খাবারের বাড়তি অংশ গাছের গোড়ায় ও মাঠেই ফেলে যান।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিদিন সকালে বিভিন্ন এলাকার মানুষ প্রাতঃভ্রমণে আসেন। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকেই উদ্যানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দু’দিন পর আজ রোববার ভোরে যারা প্রাতঃভ্রমণে এসেছেন তারা উদ্যানজুড়ে পচা বিরিয়ানিসহ ময়লা-আবর্জনা দেখতে পান।

DK Folder

তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন দলের জাতীয় কাউন্সিল বলে এত খাবার নষ্ট করতে হবে? খাবারগুলো এভাবে উদ্যানে না ফেলে গরিব দুঃখী মানুষকে দিলেও সওয়াব হতো। এছাড়া এগুলো পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা জানান, সিটি কর্পোরেশনের ময়লা অপসারণ গাড়িগুলো এসে আজকালের মধ্যেই ময়লা-আবর্জনা নিয়ে যাবে।

এমইউ/আরএস/এমএস