প্রধানমন্ত্রীর কাছে মনের কথা খুলে বলতে চান নিকাহ কাজিরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনের কথা খুলে বলতে চান নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)। তারা বলছেন, সারা দেশে কাজিরা যোগ্য সন্মান পাচ্ছেন না। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সমস্যা শুনতে প্রধানমন্ত্রী একদিন সময় দিলেই সব সমস্যার সমাধান হবে বলে তাদের বিশ্বাস। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজিদের ন্যায্য দাবি সব সময় মেনে নিতেন। তার সুযোগ্য কন্যাও নিশ্চয়ই মানবেন বলে দৃঢ় বিশ্বাস তাদের।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে ‘সাধারণ সভা ও বাল্যবিবাহ প্রতিরোধে’ লিটল স্টারদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক কাজী মাওলানা মো. খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে ও সমিতির মহাসচিব আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
সভায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির বর্তমান সভাপতি আলহাজ কাজী মাওলানা মো. খলিলুর রহমান সরদার ও মহাসচিব আলহাজ কাজী মো. ইকবাল হোসেন সভাপতি ও মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত হন।
এমইউ/এএইচ/এমএস