২৭ ঘণ্টায় বর্জ্য অপসারণ হয়েছে
এবার ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে তুলনামূলক ভাবে ঢাকাকে পরিচ্ছন্ন করা গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। এজন্য তিনি মানুষের সচেতনাকেও কৃতিত্ব দিয়েছেন।
রোববার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রমুখ।
আনিসুল হক বলেন, মানুষ সচেতন হলে একটা কাজ কতটা সহজে করা যায়, সেটি এবারের বর্জ্য ব্যবস্থাপনা থেকে বলা যায়। সম্পূর্ণ না হলেও অনেক দূর অগ্রসর হয়েছি। গত সাতদিন আমাদের বর্জ্য বিভাগের সবার ছুটি বাতিল ছিলো। আর সবার প্রচেষ্টায় নগরবাসীকে একটু হলেও স্বস্তি দিতে পেরেছি।
তিনি বলেন, মানুষ সচেতন হয়েছে। তাই বর্জ্য অপসারণ করতে ৪৮ ঘণ্টা সময় লাগেনি।
তিনি আরো বলেন, আমিনবাজারে বড় চামড়ার হাট বসে। এ কারণে ঈদের দিন বিকেলে ওখানে চার ঘণ্টা যানজট এবং সিএনজি স্টেশন বন্ধ থাকায় আমাদের নিজস্ব গাড়িতে গ্যাস নেওয়া ব্যাহত হয়েছে। এরপরও ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করেছি।
মেয়র বলেন, আমি নিজে প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা গাড়ি চালিয়ে প্রত্যক্ষ করেছি। মিরপুরে একটু গন্ধ পেয়েছি। উত্তরায় চামড়ার বাজারের কারণে একটু সমস্যা হয়েছে। এছাড়া বাকি এলাকাগুলোতে কোনো সমস্যা ছিল না।
নির্ধারিত স্থানে পশু জবাইয়ের ব্যাপারে বলেন, ২৭৯ স্থান নির্ধারিত ছিলো। কিন্তু বেশিরভাগ স্থানেই জনগণের অংশগ্রহণ কম ছিলো। তবে ঈদের দিন এক স্থানে ৫৯টি আরেক স্থানে ৫টি জবাই দেখেছি। আবার অন্য একটিতে কেউই আসেননি। তবে এটি প্রথম উদ্যোগ। আশা করি জনগণ আরো সচেতন হলে এর ব্যবহারও বাড়বে।
ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, গণমাধ্যমে মেয়র বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা। আর আমাদেরকে বলেছিলেন ৩০ ঘণ্টার মধ্যে। আমরা ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সফল হয়েছি।
এসএ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি