শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ফোরামে যাচ্ছেন শিল্পমন্ত্রী
জাতিসংঘের ৭০তম সাধারণ সভায় শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাত সাড়ে ৯টায় ফ্লাইট- ইকে ৫৮৫ তে শিল্পমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আর্থ-সামাজিক বৈষম্যের মূলোৎপাটন এবং নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য বিষয়ক আন্তর্জাতিক ফোরামে তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ সভার অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে এ ফোরাম অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস্, হাঙ্গেরি এবং বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করেছে।
এতে সুপেয় পানির নিশ্চয়তা বিধান, নিরাপদ পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের পাশাপাশি স্বাস্থ্যখাতে নারীর সুযোগ বৃদ্ধি এবং শিল্পবর্জ্য থেকে পানি দূষণ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন। তিনি সামাজিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, মাতৃ-শিশু মৃত্যুর হার হ্রাস, সুপেয় পানির সংস্থান, নিরাপদ পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্নখাতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরবেন।
এছাড়া, বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পায়নের ধারা বেগবান করতে বর্তমান সরকারের গৃহিত উদ্যোগ এবং শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি, শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ন্যূনতম মজুরিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নীতি ও কর্মসূচি সম্পর্কে আলোকপাত করবেন।
আন্তর্জাতিক এ ফোরামে অংশগ্রহণের ফলে জনস্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশ ও পানি দূষণরোধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাংলাদেশে কার্যকর কর্মসূচি প্রণয়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, শিল্পমন্ত্রী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের জন্য বিশ্ব অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে শিল্পমন্ত্রী ডেনিস সরকারের আমন্ত্রণে ২ অক্টোবর ডেনমার্ক যাবেন। সেখানে তিনি আন্তর্জাতিকমানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন। এছাড়া, তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন, সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটি এর প্রধান চারলট স্লেন্ট এর সাথে পৃথকভাবে বৈঠক করবেন।
তিনি ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো এর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। শিল্পমন্ত্রী আগামী ৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এসআই/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়