ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পারটেক্সের চেয়ারম্যান হাসেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১২ নভেম্বর ২০১৯

রাজধানীর গুলশানে প্লট দখল, রাজউকের জায়গা দখল করে ভবন নির্মাণ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যবসাবহির্ভূত লেনদেনের বিভিন্ন অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তিনি কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হলে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোশারফ হোসেইন মৃধা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত বছরের ২১ অক্টোবর একই অভিযোগে তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। ওই দিন জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি।

গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসেমকে নোটিশ দিয়ে ২৬ সেপ্টেম্বর তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে ওই দিন হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে দুদকে আবেদন করেন তিনি। এরপর তাকে ২১ অক্টোবর তলব করে আবারও নোটিশ পাঠান অনুসন্ধান কর্মকর্তা মোশারফ হোসেইন। হাসেমের বিরুদ্ধে ‘রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি দখলসহ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হওয়ার পৃথক আরও একটি অভিযোগ আছে দুদকে।’

এছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্প মূল্যে পণ্য আমদানি করে নথিতে বেশি দাম দেখিয়ে তিনি শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলেকে এর আগে চিনি আমদানিতে দুর্নীতির একটি অভিযোগে ২০১৪ সালের সেপ্টেম্বরে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। তামাক দিয়ে ব্যবসা শুরু করা হাসেম গত পাঁচ দশকে তার বাণিজ্যের বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি-রফতানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন এবং নোয়াখালী-২ (বেগমগঞ্জ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক পালাবদলের মধ্যে রাষ্ট্রক্ষমতা চলে যায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে। আরও অনেক ব্যবসায়ী, রাজনীতিবিদের মতো তখন হাসেমও গ্রেফতার হন।

পরের বছর জামিনে মুক্তির পর বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন এই ব‌্যবসায়ী। প্রায় আট বছর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর ২০১৬ সালে বিএনপি মহাসচিবকে চিঠি দিয়ে পদত‌্যাগের কথা জানান তিনি। নর্থ-সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান হাসেম এক সময় সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন।

এফএইচ/এমএসএইচ/এমএস