ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ফাঁকা

প্রকাশিত: ০৭:২০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ঈদের তৃতীয় দিন রোববার তিন দিনের সরকারি ছুটি শেষ হলেও চিরচেনা যানজটের রাজধানী ঢাকা ফাঁকা ছিল । আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। তবে ট্রেন বাসে লঞ্চে করে ঢাকা ফিরতে শুরু করেছে এসব মানুষ।

রোববার দুপুরে বিশ্বের অন্যতম জনবহুল শহর ও ব্যস্ততম এ মহানগরীর মতিঝিল অফিসপাড়া, গুলশান, মগবাজার, মৌচাক, মালিবাগ মোড়, পল্টন, ফার্মগেট ঘুরে দেখা গেছে ভিন্নরূপ। এসব এলাকার প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা। অফিসপাড়া খ্যাত মতিঝিলও ছিল নিরব। তিনদিনের ছুটির পরও এখনও সবাই অফিসে যোগ দেননি। বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
 
তাই রাস্তায় গাড়ির সংখ্যা ছিল কম। অন্যান্য দিনের তুলনায় ঢাকার বাতাস ছিল নির্মল। গাড়ির হর্নও তেমন ছিল না। তবে ফাঁকা রাস্তা পেয়ে অনেককে বেপরোয়া বাড়ি চালাতে দেখা গেছে। অনেকে আবার পরিবার-পরিজন নিয়ে ছুটে গেছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

মতিঝিল অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ফয়সাল কবির জাগো নিউজকে জানান,  সরকারি ছুটি শেষ হলেও অনেকে অফিসে যোগ দেয়নি। দু একদিনের মধ্যে অফিসপাড়া আবারও রমরমা হয়ে উঠবে।
 
এইচএস/এসকেডি/আরআইপি