শাহসুফি সৈয়দ আবদুল গণি মাইজভান্ডারীর ৮৫তম ওরশ ১৩ নভেম্বর
হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী মাইজভান্ডারীর ৮৫তম বার্ষিক ওরশ শরীফ আগামী বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, সেমিনার, দোয়া ও মিলাদ মাহফিল, সেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
প্রফেসর শাহজাদা সৈয়দ মুহাম্মদ সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় ‘মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী মাইজভান্ডারী (ক.) : জীবন দর্শন ও কর্ম’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক মাওলানা সৈয়দ সালাউদ্দিন। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।
আলোচনা করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী, অধ্যাপক ড. ইসমাইল হোসেন, অধ্যাপক গোলাম রসূল, অধ্যক্ষ আবদুল কাদের, অধ্যক্ষ আবু মোহাম্মদ, অধ্যাপক মো. আবু তৈয়ব, অধ্যাপক সেলিম উদ্দিন, অধ্যাপক কাজী ফরিদ উদ্দিন আকতার, মাওলানা সৈয়দ মোহ্তাসিম বিল্লাহ সম্পদ, মাওলানা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ, মাওলানা এন এম জুবায়ের, মাওলানা নুরুল ইসলাম নকশবন্দী মাইজভান্ডারী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, হাফেজ মাওলানা আবুল কালাম, মাওলানা আলী আজম রেজভি, মাওলানা সেলিম উদ্দিন, মনসুর খান প্রমুখ।
দেশের জনগণ ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহজাদা সৈয়দ মুহাম্মদ সফিউল গণি চৌধুরী মাইজভান্ডারী (মা জি আ)। আশেক-ভক্তকে যথাসময়ে ওরশ শরীফে উপস্থিত থাকার জন্য শাহজাদা সৈয়দ নুরুল গনি চৌধুরী ও শাহজাদা সৈয়দ আহমদ গনি চৌধুরী অনুরোধ করেছেন।
এসআর/পিআর