ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে যুগ্ম-সচিবের মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর রমনা এলাকার একটি বাসা থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আলম আরা বেগমের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম প্রমিথি রহমান (২৫)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে রমনা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, গত শনিবার মেয়েকে রাজধানী রমনার ইস্কাটনের ১২/ই তমাল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে একা রেখে দেশের বাইরে চলে যান আলম আরা বেগম।

এক সপ্তাহ ছুটি কাটিয়ে শনিবার রাতে বাসায় ফিরে মেয়েকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করার সময় দেখা গেছে, মুখের ডান পাশে পয়জন জাতীয় কালো দাগ। পেট ফুলে গেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলম আরা বেগমের স্বামী মাহবুবুর রহমান। তবে তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এই বাসাতে মেয়েকে নিয়ে একাই বসবাস করতেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আলম আরা বেগম।

জেইউ/এসকেডি/এমএস