ঘূর্ণিঝড় বুলবুল : কমছে দিনের তাপমাত্রা
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেঃ কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। সেইসঙ্গে ঢাকা, ময়সনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অনেক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'বুলবুল' আরও সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (১০ নভেম্বর) ভোর ৬ টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে (২২.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্ন চাপ আকারে অবস্থান করছে।
এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তাপরতম্যের আধিক্য বিরাজ করছে।
এইচএস/এসএইচএস/এমএস