সিরিয়ায় আরেক ব্রিটিশ-বাংলাদেশি জিহাদি নিহত
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন মেহেদি হাসান নামের এক ব্রিটিশ-বাংলাদেশি। ব্রিটেনের পোর্টসমাউথ শহর থেকে ব্রিটিশ-বাংলাদেশিদের যে দলটি সিরিয়ায় গিয়েছিল তাদের মধ্যে তিনি একজন। এ নিয়ে পোর্টসমাউথের মোট চারজন ব্রিটিশ-বাংলাদেশি সিরিয়ায় কথিত ‘জিহাদে’ নিহত হলো।
তরুণ মেহেদি হাসান গত বছরের অক্টোবরে পাঁচ জনের একটি দলের সঙ্গে সিরিয়ার উদ্দেশে ব্রিটেন ছাড়েন। ১৯ বছর বয়সী মেহেদি হাসানের পরিবার পোর্টসমাউথের স্থানীয় একটি মসজিদকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত শুক্রবার মেহেদি হাসানের টুইটার একাউন্টে তার ছবি পোস্ট করা হয়। এর আগে পোর্টসমাউথের ব্রিটিশ-বাংলাদেশি তরুণ ইফতেখার জামান, মামুনুর রশিদ এবং হামিদুর রহমান সিরিয়ায় লড়াই করতে গিয়ে মারা যান। তথ্যসূত্র : বিবিসি।