ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুদক চেয়ারম্যানকে ডাকেনি সংসদীয় কমিটি : মতিন খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৫ নভেম্বর ২০১৯

বেসিক ব্যাংক মামলার তদন্ত নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদকে তলব করা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, গত সভায় বেসিক ব্যাংকের বিষয় নিয়ে দুদক চেয়ারম্যানকে তলবের বিষয়ে প্রস্তাব দেন কমিটির সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। তখন আমি বলেছি, আজ এ বিষয়টি এজেন্ডায় নেই। যদি থাকতো তাহলে আলোচনা করা যেত। তবে আগামী সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা। তদন্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না। দুদক চেয়ারম্যানকে তলবের বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তার কোনো ভিত্তি নেই। আমরা দুদক চেয়ারম্যানকে তলবও করিনি, ডাকিওনি। তবে ডাকা যাবে কি যাবে না, সেটা আগামী সভায় আলোচনা হতে পারে।

এফএইচ/জেডএ/এমএস