ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিনায় ৭১৭ নিহতের মধ্যে ৫ জন বাংলাদেশি

প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হয়ে নিহতের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশি দুতাবাস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়নি।

নিহত বাংলাদেশি হাজিরা হলেন- জামালপুরের ফিরোজা বেগম (৫৪), ফেনীর তাহেরা বেগম (৭৩), সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০) ও তার ভাই নূর নবী মিন্টু (৬৯) এবং মুন্সীগঞ্জের জাহানারা আরজু নামের একজন নারী।

জেদ্দা হজ কাউন্সিলর শহিদুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে মিনার এ ঘটনায় আরো বাংলাদেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে হজের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় বিশ লাখ হাজি অবস্থান করছেন। মিনায় ঈদের দিনে বৃহস্পতিবার পদদলিত হয়ে ৭১৭ জন হাজি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি।

# মিনায় অন্তত ১ বাংলাদেশির প্রাণহানি

এসআইএস/এমএস