ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদির দুর্ঘটনায় শোকাহত মুসল্লিরা

প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ধর্ম প্রাণ মুসল্লিরাও। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর এ ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা ।

শুক্রবার ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন করছে বাংলাদেশ। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন দেশের লাখো ধর্ম প্রাণ মুসলমান। তারা নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।

ইতোমধ্যে, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতার সময় ৭ শতাধিক হাজির প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ মন্ত্রীসভার সদস্য, রাজনৈতিক নেতারা, বিচার বিভাগের সদস্যরা, আমলা, কূটনীতিক সদস্যরা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। বাদ যায়নি শিশু। বাবার হাত ধরে নামাজে এসেছেন তারা। ঈদের নামাজ শেষে তারা প্রতিক্রিয়ায় নিহদের প্রতি শোক প্রকাশ করেন।

নামাজ পড়তে এসেছেন বেসরকারি চাকরিজীবী তানভীরুল ইসলাম। তিনি বলেন, শয়তানকে পাথর মারার সময় এতো প্রাণহানির ঘটনায় আমরা মুসলমানরা সবাই শোকাহত। শুনেছি, নিহত হয়েছেন বাংলাদেশের একজনও। আমি নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই আমাদের কামনা।

আরেক মুসল্লি শামীম আল মামুন বলেন, ঈদের দিন আনুষ্ঠানিকতার শেষদিকে এতো মানুষের প্রাণহানির ঘটনা সত্যিই শোকের।

এসএ/এসকেডি/এমএস