ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিনায় হতাহতদের ব্যাপারে জানার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পবিত্র হজ পালনকালে মক্কার বাইরে মিনায় পদদলিত হওয়ার ঘটনায় কমপক্ষে ৪৫৩ জনের প্রাণহানি হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ার খবরের প্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশের কর্মকর্তারা হতাহতের ব্যাপারে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার বিমানে ওঠার আগে ফেসবুকে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের একজন কর্মকর্তা মিনায় হাসপাতালে অপেক্ষমাণ রয়েছেন। হাসপাতালে লাশ নিয়ে আসা হচ্ছে এবং কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে ভিতরে যেতে দিচ্ছেন না।

তিনি আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য জানালে আমরা সংশ্লিষ্ট পরিবারকে তা জানিয়ে দিব। মিনায় আমাদের হটলাইন নম্বর হচ্ছে - +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা শিগগির হতাহতের ব্যাপারে বিবৃতি দিবেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, পদদলিত হওয়ার ঘটনায় কমপক্ষে ৭১৭ জন আহত হয়েছে। মিনা ২০৪ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

একে