ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পল্টনে কস্তুরি হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০২ নভেম্বর ২০১৯

রাজধানীর পুরানা পল্টনের হোটেল কস্তুরি প্রাইভেট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বিকেল ৫টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৮ নম্বর পুরানা পল্টনের ১০ তলা ভবনটির নিচতলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে জানান, ৫টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৫টা ৪৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের একটি টিম আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানান তিনি।

এআর/এএইচ/জেআইএম