ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ই-নামজারি কার্যক্রমকে বেগবান করতে ভূমি মন্ত্রণালয়ের তাগাদা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

ই-নামজারি কার্যক্রমকে মাঠ পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়নসহ বেগবান ও তরান্বিত করতে মাঠ পর্যায়ের দফতরগুলোকে তাগাদা দিয়ে পত্র দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

তাগাদা পত্রে বলা হয়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঙ্গীকার অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ই-নামজারি কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বর্তমানে ৪৮৫ উপজেলা ভূমি ও সার্কেল অফিস এবং ৩৬১৭ ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ১ কোটির অধিক নাগরিককে সেবা দেয়া হয়েছে।

ইতোমধ্যে সব উপজেলার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এছাড়া ই-নামজারি সিস্টেম সকলের জন্য ব্যবহার উপযোগী করা হয়েছে। ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পাদিত কাজের মূল্যায়ন করার সুযোগও রাখা হয়েছে।

এমতাবস্থায়, সহকারী কমিশনারদের (ভূমি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে শতভাগ ই-নামজারি কার্যক্রমকে বেগবান ও তরান্বিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করে গত সোমবার (২৮ অক্টোবর ২০১৯) একটি পত্র জারি করে ভূমি মন্ত্রণালয়।

এছাড়া, ১৬১২২ হটলাইনে কল করে সহজেই সেবা প্রার্থীগণ ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। ভূমি সেবা হটলাইন ১৬১২২ সরাসরি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং অভিযোগগুলো ভূমিমন্ত্রী ও ভূমি সচিব পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ 'ডিজিটাল বাংলাদেশ'-এর আওতায় স্থাপিত হয়েছে ই-নামজারি ব্যবস্থা। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং এটুআই যৌথভাবে মাঠ পর্যায়ে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (www.land.gov.bd) একটি অংশ।

এমইউএইচ/এএইচ/পিআর