ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্কুল থেকে ফিরে খেলতে গিয়ে নিখোঁজ মিজান, নির্বাক মরিয়ম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসপাতালগুলোতে আহতদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। যন্ত্রণায় ভোগার পাশাপাশি ঘটনার মর্মান্তিক দৃশ্য তাড়া করছে তাদের। কারও কারও মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকছেন। মর্মান্তিক এ ঘটনা সবচেয়ে প্রভাব ফেলেছে শিশুদের ওপর।

তাদেরই একজন মরিয়ম (৬)। সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে বর্তমানে সে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাবার পাশে বসে আছে। কারও সঙ্গে কোনো কথাই বলছে না। একদম চুপচাপ। শুধু নির্বাক হয়ে বসে আছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। বিস্ফোরণে তার গলা ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে রূপনগরের ১১ নম্বর রোডের সাত বছরের শিশু মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খোঁজে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে দৌড়াচ্ছেন স্বজনরা।

মিজানের দাদা ভ্যানচালক হেলাল জাগো নিউজ বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আমার নাতিকে খুঁজে পাচ্ছি না। পুরো এলাকায় তাকে খোঁজা হয়েছে, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ কারণে তারা সোহরাওয়ার্দী হাসপাতালে খুঁজতে এসেছেন।’

মিজানের বাবা রোকন ও মা মিনাসহ কয়েকটি হাসপাতালে খুঁজে মিজানকে পাইনি। এ কারণে তারা এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন। এখানেও তার সন্ধান পাওয়া যায়নি। তাই তারা ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন বলে জানান হেলাল উদ্দিন।

gass1

মিজানের বাবা বলেন, ‘আমার সন্তান রূপনগরের প্রতিভা নামে একটি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র। স্কুল থেকে এসে খেলতে যাওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণের ঘটনা শুনে আমরা দৌড়ে গিয়ে সেখানে খোঁজখবর করলেও কোথাও তার সন্ধান পাচ্ছি না।’

মিজানকে খুঁজে না পাওয়ায় বাবা-মা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন।

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই পাশের শিয়ালবাড়ি বস্তির বলে জানা গেছে। তারা হলো- রায়হান (৮), নূপুর (৭), শাহীন (৯), ফারহানা (৬) ও অজ্ঞাত (৭)।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রূপনগর থানার এসআই সুমন জানিয়েছেন, বেলুন বিক্রেতার কাছে থাকা সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- জান্নাত (২৫), জুবায়ের (৮), সাদেকুর (১০), নাহিদ (৭), জামিল (১৪), মরিয়ম (৮/৯) ও অজ্ঞাত (৩০)।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদারও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

এমএইচএম/এসআর/এমএস