ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রূপনগরে হতাহতদের ক্ষতিপূরণের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

রূপনগরে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে হতাহতদের পরিবারকে কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে একটা নীতিমালা আছে। সেটি কতটা কার্যকর তা মন্ত্রিপরিষদে আলোচন করা হবে বলে জানান তিনি।

acc3

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন।

মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতে ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানে করে গ্যাস সিলেন্ডার নিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিল এক বিক্রেতা। পাশেই বস্তি এলাকা হওয়ায় অনেকেই ভ্যান ঘিরে এবং আশপাশে দাঁড়িয়ে ছিল। কেউবা বেলুন কিনছিল। এসময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

এমএইচএম/এএইচ/এমএস