ধানের দাম কমছে, আমরা চিন্তিত শঙ্কিত : কৃষিমন্ত্রী
আমন মৌসুম সামনে রেখে ধানের দাম কমে যাচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা নিয়ে আমরা চিন্তিত শঙ্কিত।’
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কৃষি প্রণোদনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক ফসলের উৎপাদন এখন প্রয়োজনের তুলনায় বেশি। ধানের উৎপাদন খুবই ভালো হয়েছে গত কয়েক মৌসুমে। এবারও আমরা আশা করছি, আমন ভালো হবে। এই পরিপ্রেক্ষিতে আবারও ধানের দাম কমে যাচ্ছে। এ নিয়ে আমরা চিন্তিত, শঙ্কিত। নানান পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি।’
গত সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর প্রধামন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলাপ করছেন জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা একটা বুদ্ধি বের কর, কীভাবে চাষিদের ন্যায্যমূল্য দেয়া যায়।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার একটি সভাও (সরকারের আমন সংগ্রহ নিয়ে) আছে। ধান, চাল সংগ্রহের বিষয়ে সেখানে আলাপ-আলোচনা হবে।’
সরকার কৃষিকে বহুমুখীকরণের দিকে এগিয় যাচ্ছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘এর দুটি লক্ষ্য- বহুমুখীকরণের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের উৎপাদন বাড়াতে হবে এবং কৃষিকে বাণিজ্যিকরণ করা হবে।’
বছরে ৭ থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘পেয়াজ ভালো হলে আমাদের চাষিরা বিক্রি করতে পারে না। আবার যে বছর ভালো হয় না, এবার হারভেন্টিং টাইমে বৃষ্টি হয়েছিল আর্লি রেইন, ফলে মানুষ পেঁয়াজ তুলতে পারেনি, পচে গেছে।’
তিনি বলেন, ‘এখানে আমাদের একটা ভুল হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক আগেই কর্মসূচি নেয়া উচিত ছিল। পেঁয়াজের যে ঘাটতি হবে সেটা আমরা কীভাবে মেটাব। ভারত এ রকম বিনা নোটিশে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে রফতারি বন্ধ করে দেবে? স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা এটি করেছে।’
আরএমএম/জেডএ/এমএস