ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আটক চার হুজি সদস্য ছয় দিনের রিমান্ডে

প্রকাশিত: ১০:০৫ এএম, ২৫ অক্টোবর ২০১৪

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) বাংলাদেশের আটক চার সদস্যকে সন্ত্রাস ও বিস্ফোরণ আইনে পৃথক দুটি মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আটকদের শনিবার আদালতে হাজির করে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পশ্চিমের উপ-পরিদর্শক (এসআই) এমএম রাইসুল ইসলাম।

ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া শুনানি শেষে তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন ডিবি পশ্চিমের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল বাশার।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে বোমা তৈরির অন্তত ৫৫ ধরনের উপকরণ ও সরাঞ্জামাদিসহ ওই হুজি সদস্যদের আটক করা হয়।